Khoborerchokh logo

গাজীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো নয় বছর বয়সী শিশুর 163 0

Khoborerchokh logo

গাজীপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো নয় বছর বয়সী শিশুর

রনি আহমেদ:
গাজীপুর মহানগরীর গাছাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের গেইট সংলগ্ন রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বলাকা বাসের ধাক্কায় নয় বছরের এক শিশু নিহত হয়েছে। দুপুর সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসচালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
নিহত নিরব (৯) জামালপুর জেলার কেন্দুয়া থানার চশী নয়াপাড়া গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার উপ-পরিদর্শক (এসআই) নাদিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, নিহত নিরব গাছা থানার ডেগেরচালা এলাকায় পরিবারের সঙ্গে থেকে ভ্যানচালকের সহযোগী হিসেবে কাজ করতো এবং পরিত্যক্ত জিনিসপত্র সংগ্রহ করতো। 
এসআই নাদিরুজ্জামান আরও বলেন,মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করে বাসচালক হৃদয় (২৪) ও সহযোগী শামীমকে (২৫) পুলিশে সোপর্দ করেছে।
আটককৃত বাস চালক ও হেলপারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান,পুলিশ কর্মকর্তা।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com